রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর এলাকায় শনিবার দুপুরে পুকুর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রশিদা বেগম (৫৫), সাথী আক্তার (২৫) ও রুবেল হোসেন (২৮) কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভবানীগঞ্জ পৌরসভার কসবা মহল্লার আব্দুর রশীদ বাদী হয়ে ৫ জনকে আসামী করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কসবা মহল্লার আব্দুর রশীদ ও হাসান আলীর বাড়ী সংলগ্ন ঊভয় ব্যক্তিদের যৌথ মালিকানায় একটি পুকুর রয়েছে। দুই পক্ষের মনোমালিন্যের কারনে আব্দুর রশীদ পুকুরের মাঝখানে ভাগ করে নিয়ে বেড়া নির্মানের মাধ্যমে মাছ চাষ করে আসছিলেন। গত ২২ নভেম্বর হাসান আলী তার লোকজন দিয়ে পুকুরের বেড়া কেটে আব্দুর রশীদের ছেড়ে দেয়া মাছ পার করে নেয়। বিষয়টি নিয়ে গতকাল দুপুরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে হাসান আলী, শাহজাহান আলী, শেফালী বিবি, জামাল উদ্দীন ও আব্দুস সালাম মিলে আব্দুর রশীদের উপর হামলা চালায়। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন আব্দুর রশীদকে উদ্ধারে এগিয়ে গেলে হামলাকারীরা পরিবারের সদস্যদের পিটিয়ে রক্তাক্ত জখম করে। আব্দুর রশীদ অভিযোগ করে বলেন, আব্দুস সালাম ওই এলাকার একজন চিহ্নিত দাঙ্গাবাজ। হামলাকারীরা তাদেরকে শুধু পিটিয়ে জখমই করেনি, তারা নারীদের শ্লীলতাহানীর চেষ্টা করেছেন। এছাড়াও নারীদের গায়ের সোনার গহনা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। তিনি ওই সকল হামলাকারীদের বিচারের দাবী জানিয়েছেন। ঘটনার পর পরই বাগমারা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।