দুর্গাপুরে মুক্তি চেতনায় ৭১ এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গুনীজন সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মুক্তিযোদ্ধের পক্ষের একটি সামাজিক সংগঠন মুক্তি চেতনায় ৭১ এর প্রথম বর্ষপূর্তি সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উদযাপিত হয়েছে।
বিকালে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। মুক্তি চেতনায় ৭১ এর সাধারণ সম্পাদক ওয়ালী হাসান কলি ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর কালচারাল অফিসার(অবঃ)সুলোচনা সাহা’র যৌথ সঞ্চালনায় মুক্তি চেতনায় ৭১ এর সভাপতি আজিজুল ইসলাম রতন’র সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠান। অতিথিদের আসন গ্রহনের পর ফুলেল শুভেচ্ছা সহ ব্যাজ এবং উত্তরিও পড়িয়ে বরণ করে নেওয়া হয়। এরিমধ্যে দেওয়া হয় ৮ জন ব্যক্তিকে গুনিজন সম্মাননা । অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন লেখক,শিক্ষাবিদ বিভাগীয় প্রধান (অবঃ) বাংলা বিভাগ নেত্রকোনা সরকারী কলেজ অধ্যাপক মতিন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্যদেন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর পরিচালক স্বপন হাজং, সুসং সরকারী কলেজ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইন-চার্জ দুর্গাপুর থানা মোঃ মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. এস. এম তানজিরুল ইসলাম রায়হান, মুক্তিযোদ্ধা আঃ আজিজ, এড্ভোকেট মানেশ সাহা, কাউন্সিলর নুরুল আকরাম খান প্রমুখ। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।