গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঘর পেল ৪৩ জন গৃহহীন। ২০১৮-২০১৯ অর্থ বছরে উপজেলার ১৫টি ইউনিয়নে জমি আছে ঘর নাই এমন ৪৩ জন গৃহহীনদের দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করে দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ইতিমধ্যে ঘরে উঠেছে পরিবারগুলো। প্রতিটি ঘরের বিপরীতে বরাদ্দ ছিল ২ লাখ ৫৮ হাজার। সে মোতাবেক মোট বরাদ্দ ১ কোটি ১০ লাখ ৯৪ হাজার। চলতি অর্থ বছরে আরও ৫৪টি ঘরের বরাদ্দ হয়েছে। যা নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৬১ লাখ ৪৬ হাজার। নতুন ঘর পেয়ে উপজেলার পশ্চিম বেলকা গ্রামের আব্দুল জলিল মিয়া মহাখুশি হয়েছেন। তিনি বলেন, ঘর পেয়ে যেন পৃথিবীর সবসুখ পেয়েছেন। শান্তিরাম ইউনিয়নের চেয়ারম্যান ছামিউল ইসলাম জানান, সরকারের এটি মহৎ উদ্যোগ। তিনি বলেন, গৃহহীন পরিবারের সংখ্যা গ্রাম-গঞ্জে অনেক রয়েছে। সে কারণে বরাদ্দের সংখ্যা বাড়াতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, গৃহহীন পরিবারদের জন্য ঘর নির্মাণ করে দেয়া প্রকল্পকে সাধুবাদ জানিয়েছে সকলে। সরকার যেহেতু শুরু করেছে এটি চলতে থাকবে। তবে গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।