আন্তর্জাতিক চ্যারেটি সংস্থা মুসলিম হেল্প ইউকের সহযোগীতায় সিলেটের বিশ্বনাথে ‘মেটারনিটি ক্লিনিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা সদরস্থ সংস্থার কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সংস্থার বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা চান মুসলিম হেল্প ইউকের (মুসলিম হেল্প ফাউন্ডেশন) চেয়ারম্যান আবদুস ছোবহান।মতবিনিময় সভায় সাংবাদিকদের জানানো হয় মুসলিম হেল্প ইউকের সহযোগিতায় বিশ্বনাথে মেটারনিটি ক্লিনিক (এম এইচ সেন্টার) প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে জন্য ৩০০ ডিসিমেল জায়গা ক্রয় করা হয়েছে। মেটারনিটি ক্লিনিক ছাড়াও সেখানে স্থাপন করা হবে বৃদ্ধ-পঙ্গু মানুষকে সেবা দান কেন্দ্র, এতিমদের থাকা খাওয়া ও শিক্ষার ব্যবস্থা, দক্ষ জনশক্তি গড়ে তুলতে ট্রেনিংয়ের ব্যবস্থা, কোরআন একাডেমির মাধ্যমে আধুনিক ইসলাম শিক্ষা দেয়াসহ পর্যায়ক্রমে একাধিক সেবা প্রদান করার কেন্দ্র। তবে প্রাথমিক অবস্থায় প্রসুতি মায়েদের সেবা প্রদান করার জন্য বিল্ডিং তৈরীর উদ্যোগ গ্রহন করা হয়েছে। আর এজন্য প্রবাসীসহ দেশের বিত্তবানদের ১ হাজার পাউন্ড অথবা ১ লাখ টাকা দিয়ে সংস্থার ফাউন্ডার লাইফ মেম্বার হওয়ার অনুরোধ জানানো হয়। সংস্থার বাংলাদেশ রিজিয়নের সহ-সভাপতি আবদুছ ছালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য শহিদুর রহমান, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সদস্য মাসুক নাঈম, চ্যারিটি সংস্থার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ ইউনুছ আলী, জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক বেলাল আহমদ ইমরান, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম সফিক প্রমুখ।