মুসলিম হেল্প ইউকের হুইল চেয়ার পেলেন বিশ্বনাথের ২০ প্রতিবন্ধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার হত-দরিদ্র ২০ প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ইন্টারন্যাশনাল চ্যারেটি সংস্থা মুসলিম হেল্প ইউকের উদ্যোগে শুক্রবার বিকেলে হুইল চেয়ার বিতরণ করা হয়ে। উপজেলা আবাসিক এলাকাস্থ হক মঞ্জিলে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার শিশু-নারী-পুরুষ প্রতিবন্ধির মধ্যে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নজরুল ইসলাম মতিন।মুসলিম হেল্প ইউকের চেয়ারম্যান আবদুস ছোবহানের সভাপতিত্বে ও দিশারী সংস্থার রামপাশা ইউনিয়ন প্রতিনিধি মাওলানা আবদুল মুক্তাদির ফয়ছলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ মুজিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আশিকুর রহমান সাঈদ ও স্বাগত বক্তব্য রাখেন মুসলিম হেল্প ইউকের বাংলাদেশ প্রতিনিধি আবদুস ছালাম। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সাংবাদিক এ এম খালিক, জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত উদ্যোগক্তা ইমরান আহমদ বেলাল, ব্যবসায়ী বদরুল আলম, উপজেলা দিশারী প্রতিবন্ধি সংস্থার সভাপতি আবুল লেইছ, সংগঠক ছাদউদ্দিন, নজরুল ইসলাম, ইউনুছ আলী, গিয়াস উদ্দিন সোহাগ, জসিম উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, আফজল আহমদ শিশু প্রমুখ।