সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনা সাঁথিয়ার কাশিনাথপুরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ কারেন্ট জাল মজুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মুল্যের ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। তিন জনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সুত্রে জানা গেছে, ২৩শে অক্টোবর বুধবার দুপুরে সাঁথিয়ার কাশিনাথপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে জেলা পরিষদ কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে অভিযান চালান। অভিযানে কাশিনাথপুর বাজারের জাল ব্যবসায়ী আজিজ ও জাকের এবং ক্রেতা সাইদকে আটক করে। তাদের নিকট থেকে প্রায় ৫ কোটি টাকা মুল্যের ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে। অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৩০ দিনের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের জেল ও ক্রেতার ৭ দিনের জেল প্রদান করেন। জব্দকৃত কারেন্ট জাল কাশিনাথপুর উপস্বাস্থ্য কেন্দ্র মাঠে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পাবনা সদর কামরুল হাসান, সাঁথিয়া মৎস্য কর্মকর্তা আঃ হালিম, পাবনা র্যাব-১২ এসআই সামিউল হক ও সঙ্গীয় ফোর্স।