পাবনা জেলায় মোট ৩৪৩টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত

পাবনায় হিন্দু ধর্মাবলীর শারদীয় দূর্গা পূজার মহা সপ্তমী অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মন্দিরে পূজা অর্চনায় অংশ গ্রহন করেন সনাতন ধর্মাবলীগন। এবারে পাবনা জেলায় মোট ৩৪৩টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।দেশ ও দশের কল্যাণ কামনায় আত্মত্যাগের মাধ্যমে নিজেকে সমর্পণ করার মাঝেই শারদ উৎসবের প্রকৃত প্রশান্তি। ধর্ম, বর্ণ, নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ আজ সারাবিশ্বে অনুকরণীয়। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মালম্বীদের উৎসব নয় এটি বাঙালির উৎসব যা পাবনাসহ সারাদেশে সরকারের সার্বিক ব্যবস্থাপনায় সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।