বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, দেশ ও দশের কল্যাণ কামনায় আত্মত্যাগের মাধ্যমে নিজেকে সমর্পণ করার মাঝেই শারদ উৎসবের প্রকৃত প্রশান্তি। ধর্ম, বর্ণ, নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ আজ সারাবিশ্বে অনুকরণীয়। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মালম্বীদের উৎসব নয় এটি বাঙালির উৎসব যা বগুড়াসহ সারাদেশে সরকারের সার্বিক ব্যবস্থাপনায় সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।
শিবশঙ্কর স্মৃতি পরিষদের আয়োজনে এবং সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি বগুড়া জেলা শাখার সহযোগিতায় শনিবার বিকেলে শহরের চেলোপাড়া দূর্জয় ক্লাব প্রাঙ্গণে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি বগুড়া জেলা শাখার সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজের ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরের ন্যায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সাগর কুমার রায় এবং নারুলী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জামিরুল ইসলাম। পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক ডা: সুজিত কুমার তালুকদার, কোষাধ্যক্ষ জীবন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক লব প্রসাদ, প্রচার সম্পাদক নীতি রঞ্জন সরকার, প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদক রাজকুমার সাহা, কার্যনির্বাহী সদস্য বাবলু রায়, সুদেব চন্দ্র দাস, বিশিষ্ঠ সমাজসেবক রতন দাস, সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক রিজু মোল্লা, সাদিকুর রহমান, ছাত্রনেতা মোহাম্মদ আলী শান্ত প্রমুখ। উল্লেখ্য, উক্ত ক্লাবে তিন ধাপে পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হচ্ছে যা আগামীতেও বরাবরের ন্যায় অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।