চরশিবরামপুরে বাঁধের লক্ষ লক্ষ টাকার সরকারি গাছ কেটে লোপাট

স্টাফ রিপোর্টারঃ পাবনা সদর উপজেলার চর শিবরামপুর বাঁধের দু‘পাশ থেকে লক্ষ লক্ষ টাকার সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সুত্র জানায়, চরশিবরামপুর স্লুইজ গেটের দু‘পাশে সরকারি জমিতে বেশ কিছু লোক অবৈধভাবে বাড়ী ঘর তৈরি করে বছরের পর বছর বসবাস করে আসছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড পাবনার পক্ষ থেকে নোটিশ দেওয়ায় অবৈধ দখলদারীরা তাদের নিজ নিজ বাড়ী ঘর সরিয়ে নিচ্ছেন। সেই সাথে বাঁধের বড় বড় বিভিন্ন প্রজাতির লক্ষ লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যাচ্ছেন তারা। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। অপরদিকে বাধের স্থায়িত্ব এবং পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার জনৈক ব্যক্তি জানান, পানিউন্নয়ন বোর্ড পাবনা কর্তৃক নোটিশ দেওয়ার পর থেকে অবৈধ দখলদাররা নিজ নিজ বাড়ী ঘর ভেঙে সরিয়ে নেওয়ার পাশাপাশি বাঁধের উপর থাকা লক্ষ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির গাছ নির্বিচারে কেটে ছয়লাব করে ফেলছে। এ ব্যাপারে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সাথে মোবাইলে বিষয়টি অবগত করা হলে তিঁনি বলেন, বাঁধের উপর থেকে গাছ কাটা সঠিক নয়। এ আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড পাবনার নিবার্হী প্রকৌশলীকে মোবাইল করলেও তিনি রিসিভ করেন নি।
ক্যাপশন ঃ গতকাল দুপুরে উক্ত এলাকা থেকে ছবিটি তোলা হয়।