সাথিয়া উপজেলার আতাইকুলায় বাজার অভিযান পরিচালিত ও জরিমানা আদায়

এস এম আলম : পাবনা সাথিয়া উপজেলার আতাইকুলা এলাকায় বাজার অভিযান পরিচালিত হয়েছে। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম এর নেতৃত্বে সাথিয়া উপজেলার আতাইকুলা এলাকায় বাজার অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন আতাইকুলা থানার এস.আই ও পুলিশ ফোর্স এর সদস্যবৃন্দ। বাজার অভিযানে মেসার্স আনন্দ মিষ্টান্ন ভান্ডারকে পোড়া তেল ও নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করে খাদ্য পণ্য তৈরির অপরাধে ৮,০০০/-(আট হাজার) টাকা এবং আলামিন ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরি কে মেয়াদোত্তীর্ণ কেমিকেল, নিষিদ্ধ ঘন চিনি ব্যবহার করে খাদ্য পণ্য উৎপাদন এবং পণ্য মোড়কজাত বিধিমালা,২০০৭ যথাযথভাবে অনুসরণ না করার অপরাধে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করে ব্যবসা পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করা হয় ও লিফলেটও বিতরণ করা হয়। জনস্বার্থে প্রতিনিয়ত এরকম বাজার অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় ।