দুর্গাপুরে অবৈধ দখল উচ্ছেদ ও সরকারি খাল-জলাশয় রক্ষার দাবীতে মানববন্ধন

দুর্গাপুর (নেত্রকোনা)সংবাদদাতা

নেত্রকোনার দুর্গাপুরে কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরীর জায়গা হতে অবৈধ দখল উচ্ছেদ ও পৌর সদরের সরকারি খাল-জলাশয় রক্ষার দাবীতে উপজেলা সার্বজনীন নাগরিক কমিটির আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন সামাজিক, পেশাজীবি সংগঠন, সুশীল সমাজ ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন এ সার্বজনীন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোহন মিয়া, সার্বজনীন নাগরিক কমিটির সহ-সভাপতি এ,কে,এম ইয়াহিয়া, প্রতিরোধ যোদ্ধা উপজেলা কমিটির সভাপতি গিলভার্ট চিসাম, হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত সরকার, দলিল লিখক সমিতির সভাপতি আব্বাস ভেন্ডার, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাপ্পী সাহা প্রমূখ। সভায় বক্তারা বলেন, উপজেলার সর্বস্তরের জনগনের স্বার্থে জ্ঞান বিকাশের লক্ষ্যে কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরীর জায়গা হতে অবৈধ দখল উচ্ছেদ এবং পৌরবাসীর জলাবদ্ধতা হতে দুর্গাপুর পৌরসভায় অবস্থিত সরকারি খাল-জলাশয় রক্ষার দাবীতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালানোর আহ্বান জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম’র মাধ্যমে জেলা প্রসাশক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।