পাবনায় গণধর্ষণ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার এবং দায়িত্বে অবহেলায় অফিসার ইনচার্জ ও এসআই বরখাস্ত

এস এম আলম: পাবনায় গণধর্ষণ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার এবং দায়িত্বে অবহেলায় অফিসার ইনচার্জ ও এসআই এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পাবনা জেলা পুলিশ । পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম জানান- গত ২৯ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে পাবনা থানাধীন দাপুনিয়া ইউনিয়নের সাহাপুর যশোদল গ্রামে জনৈক আঃ কুদ্দুসের খামারের পাহারাদার আসামী ওসমানের থাকার ঘরে ভিকটিম সাবিনা খাতুন (৩৩) কে – মামলার এজাহার নামীয় আসামী ১। রাসেল(২৬), ২। হোসেন ড্রাইভার (৩৫), ৩। ওসমান(৩৫), ৪। শরিফুল ইসলাম ঘুন্টু(৪৫), ৫। সঞ্জু (২৭) গণ ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে পরস্পর যোগসাজসে গণধর্ষণ ও সহায়তার অপরাধ সংঘটন করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে ধর্ষণের ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এজাহার নামীয় ১ নং আসামী রাসেল ২ নং আসামী হোসেন ড্রাইভার ৪ নং আসামী শরিফুল ইসলাম ঘুন্টুকে এবং ঘটনায় জড়িত সহযোগী ৫ নং আসামী সঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। এজাহার নামীয় ৩ নং আসামী ওসমানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। অতিশীঘ্রই গ্রেফতারের আওতায় আসবে। মামলায় এজাহার নামীয় ১ নং আসামী রাসেল ধর্ষণের ঘটনার সাথে জড়িত থেকে ঘটনা সংঘটন করেছে এবং এজাহার নামীয় অন্যান্য আসামীদের ঘটনার সাথে সংশ্লিষ্টতার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে। ঘটনার সাথে জড়িত থেকে এজাহার নামীয় ২ নং আসামী হোসেন ড্রাইভার ধর্ষণের ঘটনার সাথে জড়িত থেকে ঘটনা সংঘটনের জবানবন্দি প্রদান করেছে। উল্লেখিত ঘটনায় দায়িত্ব ও কর্তব্য অবহেলার জন্য পাবনা সদও থানা অফিসার ইনচার্জ ওবায়দুল হক কে এবং এসআই(নিঃ) মোঃ একরামুল হক সাময়িক বরখাস্ত করা হয়েছে। উক্ত অফিসার ইনচার্জ ও এসআই এর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে কার্যক্রম প্রক্রিয়াধীন।