এস এম আলম: মোটর শ্রমিকদের ডাকে পাবনায় চলছে অনির্দিস্ট কালের জন্য বাস ধর্মঘট।।গতকাল রাত সাড়ে দশটার মোটর শ্রমিক ইউনিয়নের একটি গ্রুপ দুরপাল্লার কোচ শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবীতে কোচ বন্ধের ডাক দেয়। পরে সকালে অন্য বাস শ্রমিকরাও এর সাথে একাÍতা প্রকাশ করে সব রুটে বাস বন্ধ করে দেয় এবং দুপুরে বাস টার্মিনাল এলাকায় একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। কোন পূর্ব সিদ্ধান্ত ছাড়াই এ আকস্মিক বাস ধর্মঘটে চরম দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। আজ সকাল থেকে পাবনা থেকে ঢাকা, টাঙ্গাইল খুলনা সহ আরও বিভিন্ন জেলার দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে । শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ, কিছুদিন আগে মোটর মালিক সমিতি পাবনার দুর পাল্লার কোচের ভাড়া বৃদ্ধি করলেও শ্রমিকদের মজুরী বৃদ্ধি করেনি এজন্য একযোগে ধর্মঘট চলছে। ।