স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সালেহ্ মোঃ সালাহ্উদ্দিন খাঁ Criminal Rules And Orders ২০০৯ এর Vollume-1 -৮৫(৩) এর বিধান মতে ঈশ্বরদী থানা পরিদর্শন করেন। মঙ্গলবার বিকালে পরিদর্শনের সময় তাঁর সাথে ছিলেন বিদ্যুৎ আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মুহাম্মদ শাহাদাত হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আলীন এবং সুকান্ত সাহা, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুরাদ জাহান চৌধরী এবং মিলন আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল হক, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারকী (বিপিএম, পিপিএম)সহ ঈশ্বরদী থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পরিদর্শনকালে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানায় ব্যবহৃত বিভিন্ন রেজিস্ট্রার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সমূহের আদেশ যথাযথ ভাবে প্রতিপালন হচেছ কিনা সে সকল বিষয় পরিদর্শনসহ অবলোকন করেন। পরিদর্শন শেষে থানা মিলনায়তনে সকল পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।
মত বিনিময় সভায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উল্লেখ করেন পুলিশ এবং আদালত বিচারপ্রার্থী জনগনের ন্যায় বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মামলার তদন্ত, বিভিন্ন প্রসেস জারী/ তামিল বিষয়ে আরো যতœবান হওয়ার পরামর্শ দেন এবং বিগত ১ বছরের স্বাক্ষী সহ মামলা নিস্পত্তিতে পুলিশের সহযোগিতার প্রশংসা করেন।