সুন্দরগঞ্জে শেখ রাসেল দিবসের আলোচনা ও জয় এসইটি সেন্টারের উদ্বোধন

// হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, জয় এসইটি সেন্টারের উদ্বোধন এবং দোয়া মাহফিল। বুধবার উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ফিস-আদালত, ব্যাংক-বীমা ও রাজনৈতিক সংগঠন দিবসটি পালন করেন। 

 উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শেখ রাসেলের ৬০-তম জন্মদিন পালন নিয়ে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। উপজেলা আইসিটি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র রায়র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফীন খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া প্রমূখ। এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ  ও র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে শেখ রাসেল দিবস নিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় এসইটি সেন্টার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এদিকে বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালন করেন। শিক্ষার্থীদের একটি র‌্যালি বেলকা ইউনিয়নের গ্রাম বাংলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।