প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি,দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড

// বিশেষ প্রতিনিধি:: পাবনার ভাঙ্গুড়ায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পণ্যে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষে
আজ মঙ্গলবার দুপুরের দিকে পৌরসভার শরৎনগর বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় হাফসা ট্রেডার্সকে দুই হাজার টাকা এবং রুম্পা ট্রেডার্সকে এক হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এসময় পাবনার মুখ্য পাট পরিদর্শক হাজ্জাজুর রশীদ ও থানার সহকারী উপপরিদর্শক(এএসআই)নুর হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করায় ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এঅভিযান অব্যাহত রাখা হবে।