// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির গাল্স স্কুল এন্ড কলেজের অফিস সহকারি ফেরদৌস আলী (৫৫) বিষপানে আত্মহত্যা করেছে। গত শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। পরদিন গতকাল রোববার আদমদীঘি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে। ফেরদৌস আলী আদমদীঘি উপজেলার শিবপুর গ্রামের মৃত মিঠুন প্রামানিকের ছেলে। তিনি নি:সন্তান ছিলেন বলে জানা গেছে।
পারিবারিক সুত্রে জানাযায়, গত শনিবার রাতের খাবার পর ফেরদৌস আলী স্ত্রীসহ সাড়ে ৯টায় ঘুমাতে যান। রাত সাড়ে ১১ টায় ফেরদৌস আলীর বমিসহ শরীরে নানা উপসর্গ দেখা দেয়। এসময় তার ভাই ও পাশের বাড়ির লোক অসুস্থ্য ফেরদৌস আলীকে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়া পথে সে মারা যায়। ফেরদৌস আলীর স্ত্রী ফেরদৌসি বেগম জানান, তার স্বামীর চোখর ও শারীরিক অসুস্থ্যতার কারনে রাতে সকলের অজান্তে বিষপান করে ছটপট করলে তাকে হাসপাতালে নেয়া হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিষপানে সে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।