// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
জাতীয় শোক দিবসে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের নেতারা দুঃস্থদের সাথে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। নেতাদের পাশে পেয়ে এসময় উপস্থিত দুঃস্থরা সন্তোষ প্রকাশ করেন। মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়। সকালে পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্নয় ও ডায়াবেটিস পরীা কার্যক্রম ছাড়াও দুপুরে অসহায় দুস্থদের সাথে খাবার গ্রহন ও বিতরণ, বাদআসর মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আ,ত,ম শহিদুজ্জামান নাসিম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আকরাম হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মালিথা, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসাহক আলি মালিথা, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, মহিলা সম্পাদক মাহ্জেবিন শিরিন পিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবদুস সালাম খান, মুরাদ আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মাহমুদ তন্ময়সহ দলীয়, অংগ ও সহযোগী সংগঠানের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল।