ডেঙ্গু মোকাবেলায় বগুড়ায় টিটিসি ও ডেমো’র পরিচ্ছন্নতা অভিযান

// সঞ্জু রায়, বগুড়াঃ ডেঙ্গু প্রতিরোধে বগুড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডেমো) এর যৌথ আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে টিটিসি বগুড়া ক্যাম্পাস থেকে সচেতনতামূলক এক র‌্যালীর মাধ্যমে দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধণ করা হয়।
বিএমইটি’র মহাপরিচালক অতিরিক্ত সচিব শহীদুল আলম এনডিসি’র নির্দেশনায় উক্ত পরিচ্ছন্নতা কর্মসূচিতে টিটিসি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশক নিধন স্প্রে করা, আগাছা পরিষ্কার ও বিভিন্ন স্থানে জমে থাকা জল অপসারণসহ ক্যাম্পাসের সকল কর্মচারীদের সন্মিলিত অংশগ্রহণে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এছাড়াও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস র‌্যালী পরবর্তী শহরের বকশিবাজার তাদের নিজ কার্যালয় থেকে জেলখানা মোড় পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালায়। টিটিসি বগুড়ার অধ্যক্ষ সুশান্ত কুমার রায়ের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বগুড়ার সহকারী পরিচালক আতিকুর রহমান, টিটিসি বগুড়ার প্রশিক্ষক যথাক্রমে জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেন, প্রধান সহকারী গৌর চন্দ্র সরকার, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি আফজাল হোসেন, শুকুর আলী প্রমুখ। কর্মসূচিতে টিটিসি ও ডেমো বগুড়ার কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ২ শতাধিক মানুষ সেচ্ছাসেবীর ভূমিকায় অংশগ্রহণ করেন।