// সঞ্জু রায়, বগুড়া: বগুড়া সদরে পিকআপ ভ্যান থেকে ৪০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল বন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, কুড়িগ্রাম সদরের আব্দুল খালেকের ছেলে পিকআপ ভ্যান চালক আনোয়ারুল ইসলাম (২৭) ও তার সহকারী লালমনিরহাট সদরের খোচাবাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মমিনুল ইসলাম (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সূত্র জানায়, সোমবার সাকালে গাঁজার একটি বড় চালান বগুড়ায় ঢুকবে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের গোকুল বন্দরে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি পিকআপে দুইজনের আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পিকআপের বডির নিচে থাকা চেম্বার থেকে নয়টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এই ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহিম খান বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহিম খান বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।