নাটোর প্রতিনিধি।।
নাটোরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে শহরের রাণী ভবানী রাজবাড়িস্থ শ্যাম সুন্দর মন্দির থেকে রথ যাত্রা শুরু হয়। শ্যামসুন্দর মন্দির কমিটির আয়োজনে দড়ি টেনে রথযাত্রার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা। এসময় পুলিশ সুপার সাইফুর রহমান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ হিন্দু ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শত শত নারী পুরুষের সমন্বয়ে রথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালবাজার জয় কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। অপরদিকে শহরের বড়গাছা পালপাড়া, জেলে পাড়া, মল্লিকহাটি, নীচাবাজার মহাপ্রভুর মন্দির কমিটির আয়োজনেও রথযাত্রা বের করা হয়। এছাড়া ইস্কন মন্দিরের আয়োজনে আরো একটি রথ বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ মন্দিরে ফিরে যায়।