// কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে তিন জেলার শিক্ষক নেতাদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৩ মে) বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) জেলা কার্যালয়ে টাঙ্গাইল, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার শিক্ষক নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি অতিথি ছিলেন বিটিএ’র সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া।
শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি-বেরসকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
বিটিএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন,
টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, মানিকগঞ্জের সভাপতি মো. আনছার আলী, সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান, সিরাজগঞ্জের সভাপতি মো. আব্দুল বাকী, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী প্রমুখ। মতবিনিময় সভায় টাঙ্গাইল, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার শিক্ষক নেতারা অংশ নেন।