// সোহেল রানা সোহাগ,তাড়াশ থেকেঃ
সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের ৩ ফসলি জমিতে জোরপূর্বক ভাবে পুকুর খননদের প্রতিবাদে জমির পারেই মানববন্ধন করেছেন কৃষকেরা। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার মহিষলুটি বাজারের পশ্চিমে ফসলি জমির পাশে দাড়িয়ে এ মানববন্ধন করেন তারা।
এ সময় মানববন্ধনে কৃষকেরা বলেন, তাদের জমিতে তারা পুকুর খনন করবেন না কিন্তু এলাকার সহজ সরল কৃষকের ভুল বুঝিয়ে কাউকে আবার ভয়দেখিয়ে প্রায় ২৪ বিঘা ৩ ফসলি জমিতে একই এলাকার, চকরৌহালী গ্রামের শুকুর আলীর ছেলে জালাল উদ্দীন, মৃত হাকিম উদ্দিনের ছেলে আশরাফ আলী, আহমেদ আলী, রহিজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ,আব্দুর রশিদ,মৃত গহের উদ্দিনের ছেলে রাশিদুল ও দেবিপুর গ্রামের আফসার আলীর ছেলে আব্দুল করিম জোরপূর্বক ভাবে উল্লাপাড়া উপজেলার পুকুর খননকারী ঠিকাদার শামীম হোসেন,শহিদুল ইসলাম, রেজা সহ তার গ্রুপের লোকজন দিয়ে রাতের আধাঁরে জমিতে রোপনকৃত ইরিবোরো ধান সহ পুকুরের পাড় দিয়েদেন। আর এ অবৈধ্য ভাবে পুকুর খনন বন্ধের জন্য বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগি জমির মালিকদের পক্ষে কৃষক রবিউর করিম।