অ্যাডভোকেট মহিউদ্দিন, প্রসাদ রায় অধ্যক্ষ আমিরুল ইসলাম ছিলেন সৎ সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র : -পাবনা প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা

// পাবনা প্রতিনিধি : পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ মহিউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সদস্য কমরেড প্রসাদ রায় ও প্রেসক্লাবের সাবেক সদস্য অধ্যক্ষ আমিরুল ইসলাম ছিলেন সৎ সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র। তারা ছিলেন সৎ ও আদর্শ সাংবাদিকতার অন্যতম পথিকৃত। পাবনার সাংবাদিকসহ সকল মানুষ তাদেরকে চীরদিন স্মরণ করবে। তাদের আর্দশকে ধারণ করে নতুন প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে আসতে ভাবে। বক্তারা বলেন, তিনজন সাংবাদিকই ছিলেন একজন নির্লোভ ব্যক্তি। তারা ইচ্ছে করলে অনেক সম্পদের মালিক হতে পারতেন। কিন্তু  তারা তা করেননি। তারা ছিলেন একজন আদর্শ মানুষ, আদর্শ সাংবাদিক।
গতকাল মঙ্গলবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ মহিউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সদস্য কমরেড প্রসাদ রায় ও প্রেসক্লাবের সাবেক সদস্য অধ্যক্ষ আমিরুল ইসলাম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় বক্তারা এ কথা বলেন।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সদস্য রিজভী রাইসুল ইসলাম জয়ের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগ সভাপতি ও পাবনা জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক প্রশাসক রেজাউল রহিম লাল।
স্মরণসভায় আরও আরও বক্তব্য রাখেন, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা চেম্বারের পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, প্রেসক্লাব কার্যকরি পরিষদ সদস্য আবু হাসনা মুহম্মদ আইয়ুব, প্রেসক্লাব সদস্য মাহফুজ আলম, মনিরুজ্জামান শিপন, ইমরোজ খন্দকার বাপ্পী প্রমুখ। সভার শুরুতে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ মহিউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সদস্য কমরেড প্রসাদ রায় ও প্রেসক্লাবের সাবেক সদস্য অধ্যক্ষ আমিরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।