মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান এর ব্যক্তিগত উদ্যোগে ৬ শতাধিক মুক্তিযোদ্ধার পরিবারকে কম্বল প্রদান করা হয়।
আজ সকাল ১১ টায় ডায়াবেটিক হাসপাতাল মোড় এলাকায় ১৩ উপজেলা থেকে আগত বীরমুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল তুলে দেন সাবেক ডিপুটি কমান্ডার সাইদুর রহমান । এসময় উপস্থি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,আব্দুল ওয়াহেদ আলী,আনোয়ারুল কাদের জুয়েল,আবুল কাসেম অরু।
শীতবস্ত্র অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। ৫ হাজার থেকে ২০ হাজার টাকা ভাতা বৃদ্বি করেছেন। স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা প্রদানে উদ্যোগ নিয়েছেন।বঙ্গবন্ধু কন্যা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দিয়েছেন।। তাদের কল্যাণে স্বাধীন হয়েছে এ দেশ। তাই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে।
বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। সরকার মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ক্রমে বাড়িয়ে চলছে। শুধু জীবদ্দশায় নয়, একজন মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পরও তাদের যথাযোগ্য সম্মান দেয়া হচ্ছে।
মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন দীর্ঘদিন যাবত দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন না হওয়ায় তাদের সাংগাঠনিকভাবে অসুবিধায় পড়তে হয়। সংসদ না থাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো আজ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খুব দ্রুত নির্বাচনের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা থেকে লিয়াকত আল,িফুলবাড়ী থেকে এসআর উদ্দিন,জনাব আলী, নবাবগঞ্জ থেকে হাসান আলী,বিরামপুর থেকে হবিবর রহমান, ঘোড়াঘাট থেকে জগদীশ চন্দ্র , পার্বতীপুর থেকে সিদ্দিক হোসেন ,চিররবন্দর থেকে মমিনুল ইসলাম, বিরল থেকে আবুল কাসেম অরু, খানসামা থেকে মখলেসুর রহমান কাহারোল থেকে আব্দুস সালাম বীরগঞ্জ থেকে কালীপদ রায় এবং বোচাগঞ্জ থেকে বীরমুক্তিযোদ্ধা জাফরুল্লাহ ।