মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে মহান বিজয় দিবস-২০২২ জেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সন্মেলন কক্ষে আজ ২২ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মো: আজমল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সাইফুর রহমান বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আইয়ুব আলী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ মোশারফ হোসেন, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন, জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্ণালী দাস, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ,স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিসহ নানা শ্রেণী পেশার লোকজন। সভায় মহান বিজয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে।