মৌলভীবাজার খালিশপুর রহমানিয়া আলিম মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ কারাগারে

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার খালিশপুর রহমানিয়া আলিম মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইলিয়াছ আলী আল হুমাইদী (৪৭) এক নিরক্ষর লোক এর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গত ১৪ নভেম্বর কারাগারে প্রেরণ করেছেন আদালত। তিনি বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পিটাকরা গ্রামের মৃত সিকন্দর আলী রতই এর ছেলে। সূত্রে জানা যায়- পিটাকরা গ্রামে শাহ সুনামদী, শাহ সরবদী ও ফকির সন্যাসী নামে একটি মাজার বাংলাদেশ ওয়াকফ কমিটির অনুমোদিত পরিচালনা কমিটি রয়েছে। মৌলভীবাজার খালিশপুর রহমানিয়া আলিম মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইলিয়াছ আলী আল হুমাইদী পরিচালনা কমিটির মোতাওয়াল্লী হওয়ার জন্য একই গ্রামের নিরক্ষর লোক মকবুল আলীর স্বাক্ষর জালিয়াতি করে মিথ্যার আশ্রয় নিয়ে ১৯ সদস্য বিশিষ্ট একটি মাজার পরিচালনা কমিটির অনুমোদনের জন্য ওয়াকফ কমিটির (ইসি নং- ১৫৪০৫ প্যাড ও সীল) ব্যবহার করে ঢাকাস্থ ওয়াকফ এষ্টেট অফিসে দাখিল করেন। বিষয়টি ভুক্তভোগী মকবুল আলী অবগত হলে তিনি বাদী হয়ে তাকে আসামী করে সিলেট চীফ মেট্রাপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে (কোতয়ালী সি,আর মামলা নং- ১০১৮/২০২১ইং) দায়ের করেন। মামলায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন। উল্লেখ্য-বিগত ২০১৯ সালে মাজারের মোতাওয়াল্লী মো: আক্তার হোসেনের করা চাঁদাবাজী মামলায় ( নং- জি আর ২৩৫/২০১৯ইং) ইলিয়াস আলী আল হুমাইদী ৫৬ দিন কারাগারে ছিলেন। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে- খালিশপুর রহমানিয়া আলিম মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইলিয়াছ এর বিষয়ে উক্ত প্রতিষ্ঠান নীতিগত সিদ্ধান্ত গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন।