নাটোরে জাতীয় রক্ত ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি:
নাটোরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতালে এসে শেষ হয়। এ উপলক্ষে হাসপাতাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। পরে হাসপাতালের শহীদ নূরুল হক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, বিশিষ্ট শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র অলোক, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী জালাল উদ্দিনসহ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকবৃন্দ।