সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ দুলাল হোসেন (৩৮) নামের এক পিকাআপ ভ্যান চালককে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটের দিকে শহরের মাটিডালি বিমানমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
দুলাল হোসেন লালমনিরহাট জেলা সদরের কুলাহাট গ্রামের মোহাম্মাদ আলাউদ্দিনের ছেলে।
র্যাব-১২ বগুড়া বুধবার দুপুরে তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের মাটিডালি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পরে গ্রেপ্তার লামনিরহাট থেকে আসা ওই পিকআপ ভ্যান আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ওই পিকআপ ভ্যানে থাকা আলুর বস্তার মধ্যে থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে চালক দুলালকে গ্রেপ্তার ও পিকআপ ভ্যানসহ ১৮ বস্তা আলু জব্দ করে র্যাব।
এ প্রসঙ্গে র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তৌহিদুল মবিন খান জানান, গ্রেপ্তার দুলালের বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।