পাবনায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কিরন আহমেদ :

পাবনা রামচন্দ্রপুর (ঘোষপাড়া) নিবাসী বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মঙ্গলবার ২৮ এপ্রিল আনুমানিক রাত ৩ টায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। সে পাবনা সদরের দলিল লেখক ছিলেন।

গতকাল বুধবার ২৯ এপ্রিল বাদ যোহর শহরের ঘোষপাড়ায় অবস্থিত বাবুস সালাম জমে মসজিদে পাবনা ভুমি অফিসার মুরাদ হোসেন’র উপস্থিতিতে ও সদর থানা অপারেশন ইনচার্জ সঞ্জয় কুমার এর নেতৃত্বে পুলিশের একটি বাহিনী গার্ড অব অনার প্রদান করে তাকে মৃত্যু পরবর্তী রাষ্ট্রীয় মর্যাদা দেয়া ও জানাযা নামাজ আদায় করা হয়।

জানাযা নামাজ পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম।

এরপর বীর মুক্তিযোদ্ধা আমজাদকে পাবনা আরিফপুর সদর গোরস্থান এ দাফন করা হয়।

তার মৃত্যুতে পাবনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে পাবনা সদর দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।