বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া ডিজিটাল চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালটির চেয়ারম্যান আবুল কাশেম পাটোয়ারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বনপাড়া ডিজিটাল চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক আনিস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মলয় কুমার কুন্ডু, আমেনা হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ আনসারুল হক, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ন আহবায়ক খলিলুর রহমান, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাটোর জজ কোর্টের এপিপি এডভোকেট মোখলেছুর রহমান মিলন, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, কেন্দ্রীয় প্রেসক্লাব সভাপতি পিকেএম আব্দুল বারী, কালিকাপুর ক্লাবের সভাপতি হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
