চাটমোহরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মে দিবসের র‌্যালী ও সমাবেশ উদযাপন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য ¯েøাগানে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনার চাটমোহর উপজেলা শাখার আয়োজনে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় পৌর সদরের বাসস্ট্রান্ড এলাকা থেকে র‌্যালী বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাটমোহর এনায়েতুল্লাহ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় গিয়ে সমাবেশ করেন।

এসমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুলাহ মাস্টারের সভাপত্বিতে ও সেক্রেটারি দেলোয়ার হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল হামিদ, উপদেষ্টা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. মাহবুব হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি শামিম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার বাইতুলমাল সেক্রেটারি জাহিদ হাসান জুয়েল, ছাত্র শিবিরের পৌর সেক্রেটারি মনির হোসেন প্রমূখ।