ইয়ানূর রহমান : যশোরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে অস্ত্র মাদক জাল
নোটসহ ৪জন আটক হয়েছে। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের
হাসানুর রহমান রিংকু, চুড়ামনকাঠির আবুল হাসান, কচুয়া ঘাটকান্দা গ্রামের
আমিনুর রহমান ও খোজারহাট বিজয়নগরের মাসুদ রানা।
বুধবারবার দুপুর থেকে ৮ ঘন্টার এক শ্বাষরুদ্ধকর অভিযানে ঘুরুলিয়া গ্রামের
বিভিন্ন স্পট থেকে তাদেরকে আটক করা হয়েছে। তারা এলাকায় চিহ্নিত মাদক
ব্যবসায়ী বিসাবে পরিচিত।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খাঁন জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের
অংশ হিসেবে তারা সেখানে যৌথ অভিযান চালায়। এসময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে নয়টি দেশীয় অস্ত্র, ২০০ পিছ ইয়াবা ও এক হাজার টাকার
একটি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। আজ
বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।#