মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং মহান মে দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় পাবনার চাটমোহরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় চাটমোহর উপজেলা বিএনপি, শ্রমিকদল ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
আয়োজন করা হয় শ্রমিক সমাবেশের। বাদ্যবাজনা সহ র্যালীটি চাটমোহর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট এলাকায় এসে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পাবনা-৩ এর সাবেক এমপি আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এইচ ইসলাম হীরা, নবনির্বাচিত পৌর বিএনপি’র সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, নবনির্বাচিত পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল, রিক্সা ভ্যান শ্রমিক সমিতির সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।