বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের ১৪ থেকে ১৬ বছরের স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক আইসব্রেকারে চড়ে রোমাঞ্চকর উত্তর মেরু অভিযানে যাবার এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে রাশিয়া। তবে, এজন্য শিক্ষার্থীদের একটি অনলাইন প্রতিযোগিতায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশন- রসাটমের সহযোগিতায় পরমাণু শিল্প তথ্যকেন্দ্র নেটওয়ার্ক ষষ্ঠ আন্তর্জাতিক বিজ্ঞান ও শিক্ষা প্রকল্প ‘আইসব্রেকার অফ নলেজ’ এর অধীনে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করেছে। আগামী ২৭মে ২০২৫ এর মধ্যে শিক্ষার্থীদের ‘goarctic.energy’ ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন পূর্বক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। রসাটমের মিডিয়া উইং বুধবার (৩০ এপ্রিল) এক প্রেসবিজ্ঞপ্তিতে উত্তর মেরু অভিযানের খবর জানিয়েছে।
আর্মেনিয়া, বাংলাদেশ, বেলারুশ, বলিভিয়া, ব্রাজিল, চীন, মিশর, ঘানা, হাঙ্গেরী, ভারত, ইন্দোনেশিয়া, কিরগিস্থান, কাজাখস্থান, মঙ্গোলিয়া, মিয়ানমার, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, উজবেকিস্তান, ভিয়েতনাম এবং তুরস্কের স্কুল শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য যোগ্য বিবেচিত হবে।
তিনটি ধাপে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করা হবে। আগামী ২০ জুন ২০২৫ চূড়ান্ত ফল ঘোষণা এবং উত্তর মেরু অভিযাত্রী দল গঠন করা হবে। দলটি চলতি বছরেরই আগস্ট অথবা, সেপ্টেম্বরের কোনও এক সময় পারমাণবিক আইসব্রেকার ‘বিজয়ের পঞ্চাশ বছর’ এ চড়ে দশ দিনব্যাপী উত্তর মেরু অভিযানে যাবে। অভিযানকালে, সদস্যরা বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামে যুক্ত হবে, যার মধ্যে অন্তর্ভূক্ত থাকবে লেকচার সেশন, মাস্টার কাস, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।
রাশিয়ায় পারমাণবিক শিল্পের আশি বছর পূর্তি এবং নর্থ সী-রুট বা উত্তর সমূদ্রপথ উন্নয়নের পাঁচশ বছর উদযাপন উপলক্ষ্যে এবারের উত্তর মেরু অভিযানটির আয়োজন করা হচ্ছে।
আইসব্রেকার অফ নলেজ প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো প্রতিভাবান শিশুদের খুঁজে বের করে তাদের প্রতিভার উন্নয়নে সহায়তা প্রদান এবং একই সঙ্গে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে নির্দেশনা প্রদান।