বড়াইগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
মহান মে দিবস উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়া বাজারে বিশাল শোভাযাত্রা শেষে পৌর গেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা হাশেম আলী মীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জিয়াউল হক জুয়েল, রয়না ভরট পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হাসানুল বান্না উজ্জল ও উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আউয়াল মমিন, বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মহিউদ্দিন বক্তব্য রাখেন।