ইয়ানূর রহমান : মহান মে দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে বৃহস্পতি ও শুক্রবার দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ
অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী।
এ সময় তিনি জানান, আগামী ৩ মে শনিবার সকাল থেকে পুনরায় আমদানি ও রপ্তানি
বাণিজ্য সচল হবে।
বেনাপোল বনদরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, মে দিবস ও সাপ্তাহিক
ছুটিতে বেনাপোল বন্দর ও পেট্রাপোল বন্দরের মধ্যে দুই দিন আমদানি ও
রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। এ সময় বন্দরের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর
ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।