মৌলভীবাজার দুই দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে উন্নয়ন মেলা ( ২৭-২৮ মার্চ) সমাপ্ত হয়েছে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ ২৮ মার্চ বিকালে। মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন এর সঞ্চালনায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোরশেদ। ২দিন ব্যাপি মেলায় স্টল প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে সম্মাননা গ্রহণ করেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান, ২য় স্থান অর্জন করে সম্মাননা গ্রহন করেন- জেলা মৎস্য বিভাগ, মৌলভীবাজার প্রধান, ৩য় স্থান অর্জন করে সম্মাননা গ্রহণ করেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। অন্যান্যদের মধ্যে পুরস্কার গ্রহণ করেন- মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ, জেলা কর্মসংস্থান অফিস, যুব উন্নয়ন অধিদপ্তরসহ ১০টি বিভিন্ন দপ্তর প্রধান। আয়োজিত অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য- গত ২৭ মার্চ সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে ২দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন- মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।