বড়াইগ্রামে অভয়াশ্রমে মাছ ধরতে নিষেধ করায় কৃষককে পিটিয়ে জখম

নাটোরের বড়াইগ্রামে সরকারী মৎস্য অভয়াশ্রমে মাছ ধরতে নিষেধ করায় ইব্রাহিম হোসেন (৫০) নামে এক কৃষককে এলোপাথাড়ি পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের জালোড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম হোসেন উপজেলার ক্ষিদ্রি আটাই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আটাই গ্রামের কয়েকজন লোক পাঙ্গিয়ার দিঘী সরকারী মৎস্য অভয়াশ্রমে জাল ফেলে মাছ ধরছিল। এ সময় ইব্রাহিম তাদেকে মাছ ধরতে নিষেধ করেন। কিন্তু তারা মাছ ধরা বন্ধ না করে উল্টো তাকে গালমন্দ করে। পরে সন্ধ্যার কিছু আগে ইব্রাহিম জালোড়া বিলে ঘাস কাটতে যান। এ সময় আটাই গ্রামের আনোয়ার ও সুজনের নেতৃত্বে ১৫-১৬ জন লোক লাঠি ও রড দিয়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।