বড়াইগ্রামে বিএনপির মেয়র প্রার্থীর কারচুপির অভিযোগে ভোট বর্জন

নাটোরের বড়াইগ্রামে ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী ইসাহাক আলী।দুপুরে তিনি তার নিজ বাসায় সাংবাদিকদের সামনে এই ভোট বর্জনের ঘোষণা দেন । এ সময় তিনি বলেন, ভোটের আগে থেকেই তার নেতাকর্মিদের মারপিট ও বাড়ি ঘরে হামলা অব্যাহত ছিল তিনি এসব অভিযোগ দিয়ে প্রতিকার পাননি। আজ ভোট গ্রহণ কালে বহিরাগত সন্ত্রাসী এনে ভোট কেন্দ্র দখল করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকার কথা থাকলেও তিনি সরেজমিনে গিয়ে তাদের কেন্দ্রে পাননি। তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ৮০ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। জোর করে প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করা হচ্ছে। এসব অভিযোগ দিয়েও তিনি কোন প্রতিকার না পাওয়ায় এই ভোট বর্জন করছেন। এছাড়া অবৈধ এমন ভোট ডাকাতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি।বিএনপির এই প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাজেদুল বারী নয়ন ।