পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স কে টিকা নেওয়ার মধ্য দিয়ে পাবনা জেলায় কভিড ১৯ প্রতিষেধক টিকাদান কর্মসূচি শুরু হয়। উৎসাহ উদ্দীপনায় রোববার সকালে পাবনা সদর হাসপাতালে বহুত প্রত্যাশিত এই টিকা প্রদান কর্মসুচী শুরু হয়। জেলা দায়িত্বশীল ব্যাক্তিগণ টিকা নিলেও সেখানে স্বাস্থ্য বিধি মানা হয়নি।
বেলা ১২ টায় পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রোস্তম আলী, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান টিকা নেন।
এ সময়আরো উপস্থিত ছিলেন-পাবনা জেলা পরিষদেও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সিভিল সার্জন ড. আব্দুল মোমেন, ডা. আইয়ব হোসেন, ডা, সালেহ মোহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শাহেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আকতার, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ডা. আবু জাফর, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট প্রমুখ।
প্রথম টিকা নেওয়ার পর সাংসদ গোলাম ফারুক প্রিন্স বলেন, বিশ্বের নামীদামি বিজ্ঞানীরা দিনের পরদিন গবেষনা করে টিকা আবিষ্কার করেছেন অবশ্যই এটা সঠিকভাবে কাজ করবে। উন্নত দেশের রাষ্ট্র প্রধানগণ এই টিকা নিয়েছে। বাংলার মানুষের কল্যাণে প্রাণপন চেষ্ঠা করে প্রধানমন্ত্রী আমাদের জন্য টিকা এনেছেন। জনগণের উচিত স্ব ইচ্ছায় টিকা নেয়া। নিজেকে নিরাপদ রাখতে এবং সাধারণ মানুষ অনুপ্রাণিত হবেন ভেবেই প্র্র্র্র্রথম টিকা নিলাম।
জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম বলেন, ‘আমি ও আমার পরিবার করোনায় আক্রান্ত হয়েছিলাম। কষ্টটা অনুভব করেছি। দেশবাসীর সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী টিকা এনেছেন। তাই দেশবাসীকে উৎসাহিত করতে আমি সপরিবারে টিকা নিতে এসেছি। টিকা নিয়েছি।’ দেশবাসীর প্রতি করোনার টিকা নেওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, ‘ভয় নয়, নিজের সুরক্ষার জন্য নিয়ম মেনে টিকা নিন।’
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৯ উপজেলায় ৩৩টি কেন্দ্রে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গত শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলা টিকার জন্য নিবন্ধন করেছেন ২ হাজার ৫৯৫ জন। উদ্বোধনী দিনের তাঁদের মধ্য থেকে জেলা সদরে ১০০ জন ও উপজেলাগুলোয় মানুষের উপস্থিতির ওপর নির্ভর করে টিকা দেওয়া হবে।
জেলা সিভিল সার্জন আব্দুল মোমেন বলেন উদ্বোধনী দিনে আনুষ্ঠানিকতার কারণে স্বল্প পরিসরে টিকা দেওয়া হবে। কাল সোমবার থেকে পুরোদমে কর্মসূচি চলবে। যাঁরা নিবন্ধন করবেন, তাঁদেরই টিকা দেওয়া হবে।