আসন্ন ১৪ ফেব্রæয়ারী আগামী রবিবার বাগমারার তাহেরপুর পৌরসভা নির্বাচনে কালামের নৌকার পক্ষে ভোট চাইলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ। গতকাল রবিবার বিকেলে তাহেরপুর হরিতলায় অবস্থিত পৌর আওয়ামীলীগের অফিসে নির্বাচনী আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা নৌকায় ভোট চান। তিনি বলেন আমরা যার জন্য নৌকার ভোট চাইতে এসেছি তিনি হলেন আপনাদের প্রিয় নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ।আপনারা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে ১৪ ফেব্রæয়ারীর নির্বাচনে বিপুল ভোটে অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদকে বিজয়ী করবেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, পাকিস্থানের সময় ৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ সংখ্যা গতিষ্ঠা পেলেও তারা আওয়ামীলীগকে ক্ষমতায় যেতে দেয়নি। এবং বঙ্গবন্ধু অনেক ত্যাগ তিতিক্ষা ও নির্যাতন সহ্য করে আওয়ামীলীগ দল গঠন করেছেন। স্বাধীনতার পর কুচক্রী মহলেরা স্বাধীনতার বিপক্ষের শক্তি ৭৫ সালে তাকে হত্যা করা হয়। তার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যদিয়ে আওয়ামীলীগকে সুসংগঠিত করেন। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আবারোও বিপুল ভোটে আবুল কালাম আজাদকে বিজয়ী করার আহŸান জানান তিনি।পৌর আওয়ামীলীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ¦ আবু বাক্কার মৃধা মুনসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুঠিয়া-দূর্গাপুরের সাবেক এমপি আলহাজ¦ মোঃ আব্দুল ওয়াদুদ দারা। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাগামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী অনিল কুমার সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লবের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক প্রদুৎ কুমার সরকার, রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ গোলাম সারোয়ার আবুল। উক্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবমহিলা লীগের সভানেত্রী নার্গিস শেলী, বাগমারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম , তাহেরপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক কাউছার রহমান ও আমজাদ হোসেন মৃধা, মাহাবুবুল হক শাহী, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামাণিক, সাধারণ সম্পাদক ও হামিরকুৎসা উচ্চ বদ্যিালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, তাহেরপুর রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর স্বপন, পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল,২নং কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আকবর আলী মোল্লা,গোয়ালকান্দী ইউপি চেয়ারম্যান আলমগির হোসেন সরকার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান মোকবুল হোসেন মৃধা, যোগিপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, তাহেরপুর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাহেরপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি ও কাউন্সিলর উপস্থিত ছিলে।#