আদিতমারী ও পাটগ্রাম উপজেলায় কাবিখা প্রকল্পের কাজ চলছে নির্দেশনা মতে

লালমনিরহাট প্রতিনিধি। ২০২০-২১ অর্থ বছরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৭১ লাখ ৮৭ হাজার ৫২২/৯৬১ টাকায় কাবিখা প্রকল্পের কাজ চলছে। কর্তপক্ষের নির্দেশে মাঠে নামছনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলামসহ কর্মচারীরা। এদিকে হাতিবান্ধায় কাবিখা প্রকল্পের কাজে তেমন কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে যথা সময়ে কাজ সমাপ্ত হবে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম (পিআইও)।
জেলার ৫ উপজেলায় ৩১টি প্রকল্পে ২ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৫৬৮/৮৮ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায় নন-সোলার বরাদ্দকৃত অর্থ কোন প্রকল্পের কাজে ব্যায়ের জন্য নির্দেশনায় বলা হয়েছে। এগুলো লালমনিরহাট সদর ১৫টি প্রকল্পে ৭১ লাখ ৮৭ হাজার ৫২২/৯৬১ টাকা, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় ৭১ লাখ ৮৭ হাজার ৫২২/৯৬১ টাকা (প্রকল্প সংখ্যা দেয়া হয়নি) লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ৯টি ও পাটগ্রাম উপজেলায় ৭টি সহ মোট ১৬টি প্রকল্পে মোট বরাদ্দ দেয়া হয়েছে ৭১ লাখ ৮৭ হাজার ৫২২/৯৬১ টাকা। এসব প্রকল্পের কাজ চলমান রয়েছে। এদিকে পাটগ্রাম উপজেলা ঘুরে দেখা গেছে চলমান কাজের গতি ঢিলেঢালে চলছে। লালমনিরহাট সদর কাজের অগ্রগতি নেই বললেই চলে। কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় কাজের গতি এগিয়ে নেয়ার নির্দেশ হলেও পাটগ্রামেও একই হাল । তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগন বলেছেন কাজের গতি নিয়মিত ভাবে করার জন্য বলা হয়েছে। কোন কাজ নির্দেশনার বাহিরে করা হলে মেনে নেয়া হবে না। পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী সরেজমিনে গিয়ে দেখা গেলে তিনি কাজের মান ও গতি বৃদ্ধির তাগিদ দিচ্ছেন। তিনি বলেন, নির্দেশনার বাহিরে কোন কাজ মেনে নেয়া হবেনা। আদিতমারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, সঠিক নিয়মে প্রকল্পের কাজ করার জন্য প্রকল্প চেয়ারম্যানদের বলা হয়েছে। কাজ নির্দেশনা মতে না হলে বিল প্রদান করা হবে না।