আবাসিক সুবিধা ছাড়াই ইবিতে অনার্স-মাস্টার্স পরীক্ষার সিদ্ধান্ত

স্বাস্থ্যবিধি মেনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হল বন্ধ রেখে শীতকালীন ছুটি শেষে এসব পরীক্ষা নেয়া হবে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ তথ্যটি নিশ্চিৎ করেছেন। 
তিনি জানান, পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কোনো আবাসিক সুবিধা প্রদান করা হবে না। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে চাইলে অগ্রাধিকারেরভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগীয় অ্যাকাডেমিক ও পরীক্ষা কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এসময় শিক্ষার্থীরা পরিবহন সুবিধা পাবে বলেও জানান তিনি। 
উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি। যা চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত।