চাটমোহর প্রতিনিধি
মুজিব বর্ষে পাবনার চাটমোহরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ২’শ ছবির প্রদর্শনী হচ্ছে। সোমবার রাতে চাটমোহর পৌর সদরের পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত প্রবীন শিল্পী আব্দুল মমিনের মুক্তিযুদ্ধ ভিত্তিক “আর্ট গ্যালারী”র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হান্নান মাহমুদ, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন, বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার প্রভাষক ইকবাল কবীর রনজু, শেখ সালাহউদ্দিন ফিরোজ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের সভাপতি আব্দুল মমিন জানান, তিনি তার নিজের বাড়িতে ২০১৬ সালে যে আর্ট গ্যালারী গড়ে তোলেন এখন সেখানে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধের দেড় শতাধিক দূর্লভ ছবি। পাশাপাশি “চিত্র গৃহ চাটমোহর” এর আয়োজনে দুই দিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীতে ক্ষুদে আঁকিয়েদের আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ ছবি স্থান পেয়েছে। দর্শনার্থীরা এ ছবি গুলো থেকে বঙ্গবন্ধু ও তার জীবন দর্শন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার সূযোগ পান।