বিদ্যালয় থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়ার নাম বাদ; রাবিতে বিক্ষোভ মিছিল

রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। রাজশাহীর অক্টয় মোড়ে মঙ্গলবার  বিকেলে রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন কর্তৃক প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় এই কর্মসূচি পালন করেন তারা।
উক্ত মিছিলটি  অক্টয় মোড় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যদিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদ্যালয়ের নাম পরিবর্তনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে দিতে চাইছে বর্তমান ফ্যাসিস্ট সরকার যা শহীদ জিয়ার সূর্য সৈনিকরা কখনোই হতে দেবে না। অনতিবিলম্বে বিদ্যালয়ের পূর্ব নাম বিনির্মাণ না করলে ছাত্রদল কঠোর আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারের পতন ঢেকে আনবে।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহী ও সঞ্চালনা করেন সদ্য সাবেক যুগ্ম সম্পাদক সামসুদ্দিন চৌধুরী সানিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক সর্দার জহুরুল, সদস্য মোঃ নাসির আহমেদ, সদস্য এস এম মাহমুদুল হাসান মিঠু, মোঃ বুলবুল রহমান,  শামস্ দীপ্ত, সম্রাট আব্দুল লতিফ, জহুরুল ইসলাম, মোল্লা সানজিদুল ইসলাম সূর্য, মোঃ মারুফ হোসেন, মোঃ নাফিউল ইসলাম জীবন সহ আরো অনেকে।