তোমার আজন্ম লালিত স্বপ্ন
সোনার বাংলা গড়ে তোলার
যে স্বপ্ন ছিল তোমার সতত প্রেরণার উৎস
তোমার স্বপ্নরাজ্যে থাকবেনা শোষণ বঞ্চনা
থাকবেনা ধর্মের নামে হানাহানি
তোমার অপ্রিয় সত্য উচ্চারণ
অন্যায়ের কাছে মাথা নত না করা
বাংলার দুঃখী মানুষের জন্য ভালোবাসার পাঠ
আমাদের অনুপ্রাণিত করে বার বার
তুমি আছো সবুজ-শ্যামল টুঙ্গিপাড়ায়
দিগ্বিজয়ী বীরের গরিমা আর স্বমহিমায়
উদ্ভাসিত হয়ে
তুমি রেসকোর্স ময়দানের বজ্রকণ্ঠের কবিতার ঢেউ
তুমি আছো বাংলার স্বাধীন মানচিত্রে
আছো তুমি শিল্পীর গানে
হে বঙ্গবন্ধু তুমি আছো শিল্পীর ব্যাকুল ক্যানভাসে
বেদনা বকুল
তুমি আছো এ দেশের মুক্ত নীলআকাশে
কিশোরের লাল-নীল ঘুড়ির মাঝে
তুমি আছো অধিকার আদায়ের সংগ্রামে
তুমি আছো হেমন্তের সোনালী ফসলের মাঠে
তুমি আছো নকশিকাঁথার মাঝে
তুমি আছো পদ্মা-মেঘনা-যমুনার বহতা স্রোতধারায়
তুমি আছো বাঙালির সমস্ত সত্তায় আর
বীর মুক্তিযোদ্ধার স্মৃতির মন্দিরে
সুরভিত গোলাপ হয়ে ফুটে থাকো তুমি
বাংলার ঘরে ঘরে
আমাদের ভালোবাসার মাঝে
বাঙালি হৃদয়ের বিজন আকাশে
তুমি আছো
শপথের রক্ত-লাল আলপনায়।