মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারে তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে। শুক্রবার সন্ধ্যায় ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে আজাউল ইসলাম (৩৫) বাড়ির পাশে বীজতলা দেখতে যায়। এ সময় জমির আইলে পরে বিদ্যুৎতের জড়িয়ে যান তিনি। বিষয়টি টের পেয়ে আজাউলের মা রেখা বেগম (৫৫) এবং ভাতিজা সুজন মিয়া (১৪) তাকে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎতের তারে জাড়িয়ে যান। ঘটনাস্থলে আজাউল ও রেখা বেগমের মৃত্যু হয়। সুজনকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সুজন আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। ধোপডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে অকালে তিন জনকে প্রাণ দিতে হল। তিনি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরুতহাল রিপোর্ট করেছেন। উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। তিনি লাশ সমুহের দাফনের জন্য ১০ হাজার টাকা প্রদান করেছেন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ উপস্থিত ছিলেন। এ ঘটনায় এলাকায় চলছে কান্নার রোল ও শোকের মাতন।