নাটোর প্রতিনিধি॥
পররাস্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমিন বলেছেন, বিনিয়োগ বাড়াতে নতুন নতুন দেশে মানব সম্পদ প্রেরন সহ বাংলাদেশের পণ্য রফতানির পরিধি বাড়ানোর কাজ করছে পররাষ্ট্র মন্ত্রনালয়। আজ দুপুরে নাটোর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল,পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও উপসচিব সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ সকালে পররাস্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমিন ও তাঁর স্ত্রী সহ মন্ত্রনালয়ের ৪৮ কর্মকর্তা ও কর্মচারীর একটি প্রতিনিধি দল নাটোর সফরে আসেন। তারা উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি পরিদর্শন করেন।