মহানবীকে ব্যাঙ্গচিত্র করায় গুরুদাসপুরে ওলামা মাশায়েখদের বিক্ষোভ সমাবেশ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
ফ্রান্সে বিশ^নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ করেছে নাটোরের গুরুদাসপুরের ওলামা মাশায়েখ ও কয়েক হাজার তৌহিদী জনতা। মিছিল আর প্রতিবাদের শ্লোগানে কেঁপে ওঠে পৌরসদরের চাঁচকৈড় শহর।
শুক্রবার বাদ জুম্মা চাঁচকৈড় মারকাজ মসজিদ সংলগ্ন সড়কে এক বিশাল বিক্ষোভ সমাবেশে মুহুর্মুহু প্রতিবাদে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। উপজেলার ৬টি ইউনিয়নেও পৃথকভাবে মসজিদ ভিত্তিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সের পণ্যসামগ্রী বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মাওলানা জামীল আহাম্মাদ, মাওলানা আলী আজগার, হাফেজ মাওলানা মুহাম্মাদ উল্লাহ, হাফেজ ফরিদ উদ্দিন, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা এমদাদুল হক, শহীদুল ইসলাম মুন্সী প্রমূখ। এসময় শান্তি শৃংখলভাবে প্রতিবাদ সমাবেশ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।
বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্স বিশ^ নবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার যে ধৃষ্টতা দেখিয়েছে তা ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নিতে পারেনা। ফ্রান্সের যেসব পণ্য এদেশে আছে তার তালিকা প্রকাশ করে সরকারিভাবে এসব পণ্য বর্জনের আহ্বানও জানান বক্তারা